সামনেই পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এ পটভূমিতে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে বেচাকেনা বেড়েছে। তবে অপরিবর্তিত রয়েছে প্রায় সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। ছবিগুলো গত শনিবার দুপুরে তোলা।
সৌরভ দাশচট্টগ্রাম
গুদাম থেকে পেঁয়াজের বস্তা নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা।
বিজ্ঞাপন
ট্রাকে তোলা হচ্ছে পেঁয়াজের বস্তা।
বিজ্ঞাপন
বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে শুকনা মরিচ। মালামাল আনা-নেওয়ার জন্য ভিড় করেছে বিভিন্ন ট্রাক।রসুনের বস্তা নিয়ে যাচ্ছেন এক শ্রমিক। একটি দোকানে সাজিয়ে রাখা হয়েছে কয়েক পদের ডালের নমুনা। বস্তায় রাখা কয়েক ধরনের ধনিয়া। ধনিয়া দেখছেন এক ক্রেতা। ট্রাকে তোলার জন্য পেঁয়াজের বস্তা নিয়ে যাওয়া হচ্ছে। মাটিতে পড়ে যাওয়া গম কুড়িয়ে নিচ্ছেন এক ব্যক্তি।বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে নারকেল।