অগ্রহায়ণের শুরুতে খুলনায় পাকা আমন ধান কাটতে শুরু করেছেন কৃষক। বেশির ভাগ কৃষক এরপর একই জমিতে শীতকালীন সবজি চাষ করবেন। তাই ধান কাটার তড়িঘড়িও কম নয়। হেমন্তের সকালে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে দেখা গেল কৃষকের ব্যস্ততা। দেখে নিন ছবিতে।
সাদ্দাম হোসেন খুলনা
ধান কাটতে ব্যস্ত কৃষক
বিজ্ঞাপন
যেদিকে ফসলি জমি, সেখানেই ধান নিয়ে ব্যস্ততা
বিজ্ঞাপন
কাটা ধান গুছিয়ে রাখা হচ্ছেজমির আল ধরে ধান নিয়ে বাড়ি ফিরছেন কৃষককাটা ধান নিয়ে আঁটি বাঁধছেন সবাইমাথায় চাপানো ধানে প্রায় ঢেকে গেছে কৃষিশ্রমিকের মুখধান বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি