খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ বুধবার (২৫ ডিসেম্বর)। সারা বিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়ের মতো বাংলাদেশের খ্রিষ্টধর্মের মানুষেরাও ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করছেন। বড়দিন উপলক্ষে গির্জাগুলো সেজেছে বাহারি রঙে। বড়দিনের আগের দিন ২৪ ডিসেম্বর সন্ধ্যা ও রাতে বিভিন্ন গির্জায় প্রার্থনা হয়। গতকাল মঙ্গলবার রাতের এই আয়োজন নিয়ে ছবির গল্প।