দেশজুড়ে বড়দিনের আয়োজন

খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ বুধবার (২৫ ডিসেম্বর)। সারা বিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়ের মতো বাংলাদেশের খ্রিষ্টধর্মের মানুষেরাও ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করছেন। বড়দিন উপলক্ষে গির্জাগুলো সেজেছে বাহারি রঙে। বড়দিনের আগের দিন ২৪ ডিসেম্বর সন্ধ্যা ও রাতে বিভিন্ন গির্জায় প্রার্থনা হয়। গতকাল মঙ্গলবার রাতের এই আয়োজন নিয়ে ছবির গল্প।

বড়দিন উপলক্ষে সিলেট নগরের নয়াসড়ক এলাকার প্রেসবিটারিয়ান চার্চ সাজানো হয়েছে। ছবিটি মঙ্গলবার সন্ধ্যায় তোলা। সিলেট, ২৪ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
বড়দিন উপলক্ষে ব্যাপ্টিস্ট গির্জায় মোমবাতি প্রজ্বালন করা হয়। সংগীত ও নৃত্য পরিবেশনও হয়। হাবেলি গোপালপুর, ফরিদপুর, ২৪ ডিসেম্বর
বড়দিন উপলক্ষে বলদিপুকুর ক্যাথলিক গির্জার আয়োজন। মিঠাপুকুর, রংপুর, ২৪ ডিসেম্বর
পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক্‌-বড়দিন উৎসব। পাবনা ব্যাপ্টিস্ট চার্চ, পাবনা, ২৪ ডিসেম্বর
বড়দিন উপলক্ষে গির্জা সাজানো হচ্ছে। ক্যাথিড্রাল ধর্মপল্লি, সদর রোড, বরিশাল, ২৪ ডিসেম্বর
বড়দিন উপলক্ষে চট্টগ্রাম নগরের পাথরঘাটায় খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষদের ঘরের সামনে সাজানো হয়েছে। পাথরঘাটা, চট্টগ্রাম, ২৪ ডিসেম্বর
বড়দিন উপলক্ষে ঘরের ভেতরে সাজানো হয়েছে। পাথরঘাটা, চট্টগ্রাম, ২৪ ডিসেম্বর