আজ বুধবার দুই জেলায় সংবর্ধনা দেওয়া হয় কৃতী শিক্ষার্থীদের। প্রথম আলোর উদ্যোগে এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। দেশের ৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হচ্ছে। আজ সংবর্ধনা দেওয়া হয় রাজশাহীর তালাইমারী শহীদ মিনার চত্বর এবং মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। সংবর্ধনা অনুষ্ঠানের কিছু চিত্র দিয়ে ছবির গল্প।
জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট হাতে শিক্ষার্থীরা। রাজশাহী তালাইমারী শহীদ মিনার চত্বরকৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে আসা সহপাঠীদের সঙ্গে সেলফি তুলছে শিক্ষার্থীরাঅনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরাজিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট হাতে শিক্ষার্থীরাকৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে গানের তালে উল্লসিত শিক্ষার্থীরাকৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে শিল্পী বাঁধন চন্দ্র মোদক। রাজশাহী তালাইমারী শহীদ মিনার চত্বরমুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানে গল্প, আড্ডা ও সেলফিতে মেতেছে কৃতী শিক্ষার্থীরাশিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ছবির ফ্রেমের সামনে দাঁড়িয়ে বন্ধুরা মিলে ছবি তুলছেমুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানে এসে গল্প-আড্ডায় মেতেছে কৃতী শিক্ষার্থীরাসংবর্ধনা শেষে স্মৃতি ধরে রাখতে অতিথিদের সঙ্গে গ্রুপ ছবি তুলছে কৃতী শিক্ষার্থীরা