সিলেটে দিনভর থেমে থেমে বৃষ্টি

সিলেটে কয়েক দিন ধরে রাতে ও দিনে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর ফলে তাপমাত্রা অনেকটা কমেছে। একই সঙ্গে শীতল আবহাওয়া বইছে সেখানে। ছবিগুলো সিলেট নগরের কিনব্রিজ ও বারুতখানা এলাকা থেকে তোলা।

বৃষ্টি নামার আগে নগরের কিনব্রিজ এলাকায় মেঘলা আকাশ।
বৃষ্টি নামার আগে নগরের কিনব্রিজ এলাকায় মেঘলা আকাশ।
মুষলধারে বৃষ্টি নেমেছে। ছাতা হাতে পথ চলেছেন এক নারী
বৃষ্টিতে ভিজে মোটরসাইকেল চালাচ্ছেন এক ব্যক্তি
বৃষ্টির মধ্যে দৌড়ে নিরাপদ আশ্রয় খুঁজছে এক শিশু
ছাতা মাথায় পথ চলছেন এক ব্যক্তি
রোদ–বৃষ্টি যা–ই হোক, পেটের দায়ে রিকশা নিয়ে রাস্তায় নামতে হয় তাঁদের
সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে সিলেটে
বৃষ্টি হচ্ছে। সড়কের পাশে রিকশা রেখে দাঁড়িয়ে আছেন চালক।