ছবিতে বইমেলায় শিশু প্রহর

অমর একুশে বইমেলায় শিশুদের জন্য শুক্রবার সকালে ছিল আলাদা আয়োজন। যা ‘শিশু প্রহর’ নামে পরিচিত। সকাল হতেই অভিভাবকের হাত ধরে বিভিন্ন বয়সের শিশুরা আসতে শুরু করে। সবারই মূল আকর্ষণ ছিল সিসিমপুরের পরিবেশনা। পাশাপাশি স্টলে স্টলে ঘুরে শিশুতোষ নানা বই সংগ্রহ করে তারা।

সিসিমপুরের পরিবেশনায় মুগ্ধ শিশুরা
সিসিমপুরের পরিবেশনায় মুগ্ধ শিশুরা
ছবিতে সিসিমপুর, সেখানে সন্তানের ছবি তুলছেন এক অভিভাবক
বই দেখছে এক শিশু
অভিভাবকের সঙ্গে স্টলে পছন্দের বই দেখছে এক শিশু
স্টলে বই পড়ায় মগ্ন
স্টলে বই দেখছে শিশু-কিশোরীরা
বই নিয়ে মেলায় হাঁটছে এক শিশু
সিসিমপুর ঘিরে বেলা একটা পর্যন্ত থাকে এমন ভিড়