এক জায়গায় বিশ্ববিদ্যালয় ভর্তির সব তথ্য

বিশ্ববিদ্যালয়ে ভর্তিসংক্রান্ত সব খবর শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের কাছে পৌঁছে দিতে আজ রোববার সকালে শুরু হয়েছে ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব ২০২৩’। দুই দিনের এ উৎসব হবে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্টল সাজিয়ে এই উৎসবে অংশ নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তিসংক্রান্ত সব খবর শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের কাছে পৌঁছে দিতে আজ রোববার সকালে শুরু হয়েছে ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব ২০২৩’।
উৎসবে প্রবেশের কোনো ফি নেই, সবার জন্য উন্মুক্ত। উৎসবে আসা দর্শনার্থীদের জন্য র‍্যাফল ড্রর মাধ্যমে থাকবে মোটরসাইকেল, ল্যাপটপ, মুঠোফোনসহ বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার।
শিক্ষার্থীরা বিভিন্ন স্টল থেকে ভর্তির তথ্য, বৃত্তির খবর এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে পারছেন।
এ উৎসবে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্দিষ্ট ছাড়ে ভর্তির সুযোগও থাকছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উৎসব প্রাঙ্গণে বাড়তে থাকে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়।
তথ্য সংগ্রহ করছেন দর্শনার্থীরা।
বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব ঘুরে দেখছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসবের সহপৃষ্ঠপোষকতায় (পাওয়ার্ড বাই) থাকা টিভিএসের স্টল।
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের স্টলে গিয়ে তথ্য নিচ্ছেন এক শিক্ষার্থী।
‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় চ্যালেঞ্জ ও উত্তরণ’ শীর্ষক শিক্ষা সংলাপে অতিথিরা।
শিক্ষা সংলাপে বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী।
শিক্ষার্থীদের পদচারণে মুখর উৎসব প্রাঙ্গণ।