জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও পুলিশের গুলিতে দলের তিন নেতা–কর্মী নিহতের প্রতিবাদে শনিবার সন্ধ্যায় ঢাকার বনানীতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি দিয়েছিল বিএনপি। সন্ধ্যা সাতটা থেকে তাদের ওই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার ঘণ্টাখানেক আগে থেকে ওই এলাকা দখল করে রাখেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। এর মধ্যেই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে বিএনপির নেতা–কর্মীরা মোমবাতি হাতে নিয়ে দাঁড়ান। একপর্যায়ে মিছিল নিয়ে তাঁদের ওপর হামলা করেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। হামলার মুখে বিএনপির নেতা–কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। ঘটনাস্থল পুলিশ সদস্য ও আওয়ামী লীগের কর্মীদের দখলে চলে যায়।
বিএনপির মোমবাতি প্রজ্বালন কর্মসূচির আগে সন্ধ্যা ছয়টায় আওয়ামী লীগের নেতা–কর্মীদের একটি দল মিছিল নিয়ে আসেসন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিএনপির নেতা–কর্মীরা মোমবাতি হাতে নিয়ে ফুটপাতে দাঁড়ানমোমবাতি হাতে বিএনপির নেতা–কর্মীদের আরেক অংশকর্মসূচিটি তাড়াতাড়ি শেষ করার জন্য বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে অনুরোধ করেন পুলিশ কর্মকর্তারাএকপর্যায়ে আওয়ামী লীগের নেতা–কর্মীরা বিএনপির কর্মসূচিস্থলের দিকে মিছিল নিয়ে আসেনস্লোগান দিতে দিতে আওয়ামী লীগের নেতা–কর্মীরা মিছিল নিয়ে বিএনপির কর্মসূচির পাশ দিয়ে যানআওয়ামী লীগের নেতা–কর্মীরা একপর্যায়ে বিএনপির নেতা–কর্মীদের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় অনেককে মোমবাতি হাতে ঘটনাস্থল ছেড়ে যেতে দেখা যায়বিএনপির নেতা–কর্মীদের ধাওয়া দিচ্ছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরালাঠিসোঁটা নিয়ে বিএনপির কর্মসূচির এলাকা দখলে নেন আওয়ামী লীগের কর্মীরাএলাকা দখলে নিয়ে স্লোগান দিয়ে নিজেদের অবস্থান জানাতে থাকেন আওয়ামী লীগের নেতা–কর্মীরাবিএনপির নেতা–কর্মীরা এলাকা ত্যাগ করলে পুলিশ ও আওয়ামী লীগের নেতা–কর্মীরা সেখানে অবস্থান নেন