সকালের আলো ফুটতেই বিলের জলে নেমেছেন শৌখিন মৎস্যশিকারিরা। বিভিন্ন বিলে মাসব্যাপী দল বেঁধে মাছ ধরার এ আয়োজন স্থানীয়ভাবে ‘বাউত উৎসব’ নামে পরিচিত। প্রতিবছর অগ্রহায়ণ মাসের মাঝামাঝি সপ্তাহে দুই দিন—শনি ও মঙ্গলবার চলে এই মাছ শিকার। চলনবিল–অধ্যুষিত পাবনার ভাঙ্গুরা উপজেলার এই রুহুল বিলের বাউত উৎসবে পাবনা ছাড়াও বিভিন্ন জেলার মানুষের সমাগম ঘাটে। তবে এ বছর হতাশ মৎস্যশিকারিরা। মাছ পেয়েছেন মাত্র ২০-২৫ জন। তাঁদের অভিযোগ বিষটোপ ও গ্যাস ট্যাবলেট দিয়ে উৎসবের আগেই মাছ ধরে নিয়েছেন বিলের ইজারাদার ও স্থানীয় প্রভাবশালীরা। ছবি তুলেছেন হাসান মাহমুদ