বৃষ্টি, জলজটে রাজধানীজুড়ে ভোগান্তি

আজ শুক্রবার ছুটির সকালে ছিল তুমুল বৃষ্টি। রাজধানীর সড়কে সড়কে পানি জমেছে। কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি। এ কারণে যান চলাচল ব্যাহত হয়। কাজে বের হওয়া রাজধানীবাসীর ভোগান্তির শেষ নেই। পানি জমে সড়ক তলিয়ে যাওয়ায় বিকল হয়ে পড়ছে যানবাহন।

সড়কের পাশে বসা বাজারের সবজি সরিয়ে নিচ্ছেন বিক্রেতারা। দুপুর সাড়ে ১২টায় মিরপুর-১, টোলারবাগ
জমে থাকা পানির ওপর দিয়ে চলছে যানবাহন। দুপুর সাড়ে ১২টায় মিরপুর-১, টোলারবাগ
কোমরপানিতে রিকশা ঠেলছে এক শিশু। দুপুর ১২টায় চানখাঁরপুলের শহীদুল্লাহ হল-সংলগ্ন সড়কে
বৃষ্টির কারণে সড়কে জমে থাকা পানি ভ্যানে করে পার হচ্ছেন পথচারীরা। বেলা সাড়ে ১১টায় ধোলাইখালে
পানি ঢুকে অচল হয়ে পড়া মোটরসাইকেল ঠেলে নিয়ে যাচ্ছেন দুজন। বেলা ১১টার দিকে গ্রিনরোডে
সড়কে জমে থাকা পানি ঠেলে এগোচ্ছেন রিকশাচালকেরা। বেলা পৌনে ১১টার দিকে গ্রিনরোডে
কোমরপানি মাড়িয়ে সড়ক পার হচ্ছেন একজন নারী। বেলা পৌনে ১১টার দিকে গ্রিনরোডে
পানি ঢুকে অচল হয়ে পড়া অটোরিকশা ঠেলে নিয়ে যাচ্ছেন চালক। বেলা ১১টার দিকে গ্রিনরোডে
পানিতে রিকশা অর্ধেক ডুবে গেছে। সকাল সাড়ে ১০টার দিকে গ্রিনরোডে
মুষলধারে বৃষ্টির কারণে খাবারের দোকানে পানি জমেছে। বেলা পৌনে ১১টার দিকে গ্রিনরোডে
পানির মধ্যে লাফিয়ে নামছে এক শিশু। বেলা ১১টায় মিরপুরের কাজীপাড়ায়
পানি ঢুকে বিকল হয়ে যাওয়া অটোরিকশা ঠেলে নিচ্ছেন চালক। বেলা ১১টায় মিরপুরের কাজীপাড়ায়
দুই শিশুকে নিয়ে পানির মধ্যে দিয়ে সড়ক পার হচ্ছেন এক ব্যক্তি। বেলা ১১টায় মিরপুরের কাজীপাড়ায়