ভারতের পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজে শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ওই দেশে রাত ‘দখল করো মেয়েরা’ কর্মসূচির ডাক দেওয়া হয়। ওই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মোমবাতি, পোস্টার ও ব্যানার হাতে প্রতিবাদে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। গতকাল সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত তোলা ছবি।