‘রাত দখল’ কর্মসূচিতে সংহতি

ভারতের পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজে শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ওই দেশে রাত ‘দখল করো মেয়েরা’ কর্মসূচির ডাক দেওয়া হয়। ওই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মোমবাতি, পোস্টার ও ব্যানার হাতে প্রতিবাদে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। গতকাল সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত তোলা ছবি।

মোমবাতি প্রজ্বালন করে প্রতিবাদ জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা
মোমবাতি প্রজ্বালন করে প্রতিবাদ জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা
মোমবাতি হাতে আলোর মিছিল বের করেন শিক্ষার্থীরা
মিছিলে প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন কিছু শিক্ষার্থী
রাজু ভাস্কর্যের সামনে মোমবাতি প্রজ্বালনের মুহূর্ত
রাত ১০টায় মোমবাতি হাতে বিভিন্ন অঙ্গনের নারীরা
মোমবাতি, পোস্টার ও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানাতে জড়ো হন কয়েক শ নারী
মোমবাতি হাতে নারীদের অবস্থান
কর্মসূচিতে একজনের প্রতিবাদী পরিবেশনা
নানা স্লোগান সংবলিত পোস্টার-প্ল্যাকার্ড হাতে প্রতিবাদী শিক্ষার্থীরা
অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বক্তব্য দেন
সমাবেশে ১৩ দফা দাবির অবস্থানপত্র পাঠ করা হচ্ছে
শেষে মশাল হাতে বিক্ষোভ মিছিল বের করা হয়