বর্ষায় হাওরে নৌকা চলাচল বাড়ে। তবে বর্ষা শেষে নৌকার ব্যবহার কমে যায়। এ সময় হাওরপাড়ে নানা নৌকা অলস পড়ে থাকে। ছবিগুলো সিলেট সদরের উফতার হাওর ও বাকগুল হাওর থেকে সম্প্রতি তোলা।
আনিস মাহমুদ
হাওরের পানিতে বেঁধে রাখা হয়েছে নৌকা।
বিজ্ঞাপন
অলস পড়ে আছে নৌকা।
বিজ্ঞাপন
খালে পানি কম। তাই সেখানে পড়ে আছে নৌকাটি।পানিতে অর্ধেক ডুবে আছে নৌকাটি।হাওরের পানিতে পড়ে আছে নৌকা। সেখানে সাঁতার কাটছে হাঁসের দল।হাওরে ধান রোপণের পর সেখানেই রাখা হয়েছে নৌকাটি।পানিতে অর্ধেক ডুবে আছে নৌকাটি।হাওরের মাঝখানে রাখা হয়েছে নৌকাটি।