খুলনা বটিয়াঘাটা উপজেলার জলমা এলাকার বাসিন্দাদের অনেকে কাজীবাছা নদী থেকে গলদা চিংড়ির রেণু আহরণ করেন। একধরনের অতি ক্ষুদ্র ছিদ্রবিশিষ্ট জাল দিয়ে রেণু আহরণ করা হয়। এ সময় চিংড়ির পাশাপাশি নদীতে থাকা সব ধরনের মাছের পোনা ও লার্ভা উঠে আসে জালে। পরে সেগুলো থেকে বাছাই করে গলদা চিংড়ির রেণুগুলো সংরক্ষণ করা হয়। সম্প্রতি কাজীবাছা নদীতে গলদা চিংড়ির রেণু আহরণের বিভিন্ন চিত্র নিয়ে আজকের এ ছবির গল্প।