পড়ন্ত বিকেলে সূর্য যখন পশ্চিমে অস্ত যেতে থাকে, তখন আকাশ রক্তিম আভায় ছেয়ে যায়। সেই আভায় হাওরের প্রকৃতিতে নেমে আসে এক নৈসর্গিক সৌন্দর্য। সূর্যের অপরূপ লালকে বুকে ধরে হাওরে সন্ধ্যা নামে। পাখিগুলো তখন ঘরে ফেরে। ঘরমুখী হন হাওরের শ্রমজীবী মানুষ। পড়ন্ত বেলায় হাওরের নিস্তব্ধতা ও সৌন্দর্যের মায়ায় আটকে পড়েন প্রকৃতিপ্রেমীরা। সিলেটের হাওরাঞ্চলে সূর্যাস্তের অপরূপ মাধুর্য নিয়ে এই ছবির গল্প।