ভরদুপুরেও কর্মব্যস্ত দিনমজুরেরা

প্রচণ্ড গরমেও কাজে বিরতি নেই দিনমজুরদের। জাহাজ থেকে কয়লা ও ভুট্টার ভুসি খালাস করতে ব্যস্ত এই শ্রমিকেরা। আজ সোমবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় কর্ণফুলী ঘাটে ছবিগুলো তোলা।

শ্রমিকেরা জালের বস্তায় কয়লা ভরছেন, আর ক্রেন দিয়ে সেগুলো তোলা হচ্ছে।
শ্রমিকেরা জালের বস্তায় কয়লা ভরছেন, আর ক্রেন দিয়ে সেগুলো তোলা হচ্ছে।
জাহাজে করে বিভিন্ন দেশ থেকে আনা হয় কয়লা। শ্রমিকেরা জাহাজ থেকে কয়লা খালাস করছেন।
টিনের বেলচা দিয়ে স্তূপ করা কয়লা কেটে জালের বস্তায় রাখছেন শ্রমিকেরা।
৪৮ বছর বয়সী মো. খুরশীদ প্রচণ্ড গরমের মধ্যে কয়লা খালাসের কাজ করছেন।
ট্রাকে তোলা কয়লাগুলো বেলচা দিয়ে ঠিক করছেন এক শ্রমিক।
ভরদুপুরে ৫০ কেজি ভুট্টার ভুসির বস্তা মাথায় নিয়ে ট্রাকে তুলছেন শ্রমিকেরা।