‘সেলিব্রেটিং ডটার্স’

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদ্‌যাপন এবং ‘কথা হোক: বাবা-মেয়ের চিঠি’ বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সেলিব্রেটিং ডটার্স’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উঠে আসে বাবা-মেয়ের নানা অনুভূতির কথা। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও প্রথম আলো ডটকম যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত হন অতিথি ও আয়োজকেরা। অতিথিদের বেশির ভাগই ছিলেন সারা দেশ থেকে আমন্ত্রিত বাবা-মেয়ে।
অনুষ্ঠানে উপস্থিত হন অতিথি ও আয়োজকেরা। অতিথিদের বেশির ভাগই ছিলেন সারা দেশ থেকে আমন্ত্রিত বাবা-মেয়ে।
বক্তব্য দিচ্ছেন ইউএনএফপিএ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি মাসাকি ওয়াতাবে।
প্যানেল আলোচনায় (বাঁ থেকে) গণমাধ্যম ব্যক্তিত্ব খ ম হারূন, কথাসাহিত্যিক আফসানা বেগম, শিক্ষার্থী পারমিতা দে মানসী ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ইসমত জাহান।
কন্যাকে নিয়ে অনুভূতি প্রকাশ করছেন একজন বাবা।
‘কথা হোক: বাবা–মেয়ের চিঠি’ বই থেকে একটি চিঠি পাঠ করছেন শিক্ষার্থী আফসারা জামান প্রতিভা।
বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এ আয়োজনের নানা দিক তুলে ধরেন তিনি।
সেরা চিঠি লেখক দেবাশ্রিতা পাল প্রাচুর্যকে পুরস্কার তুলে দিচ্ছেন ইউএনএফপিএ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি মাসাকি ওয়াতাবে। পাশে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
সেরা চিঠি লেখক ফজলে এলাহীকে পুরস্কার তুলে দিচ্ছেন ইউএনএফপিএ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি মাসাকি ওয়াতাবে। পাশে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
অতিথি ও আয়োজকদের সঙ্গে নির্বাচিত চিঠির লেখকেরা।
সংগীত পরিবেশন করছে শিক্ষার্থী অনুভা ঐশী।
সংগীত পরিবেশন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক প্রিয়াঙ্কা গোপ।