আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদ্যাপন এবং ‘কথা হোক: বাবা-মেয়ের চিঠি’ বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সেলিব্রেটিং ডটার্স’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উঠে আসে বাবা-মেয়ের নানা অনুভূতির কথা। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও প্রথম আলো ডটকম যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।