পাবনায় এ বছর পশুর উৎপাদন বেশি হওয়ায় প্রচুর পশু অবিক্রীত রয়ে গেছে। এ ছাড়া আর্থিক সংকটের কারণে কমেছে গরু কোরবানির সংখ্যাও। আড়তগুলোয় কাঁচা চামড়ার সংখ্যা হিসাব করে তেমনটাই জানাচ্ছেন ব্যবসায়ীরা। তাঁদের হিসাবে চামড়ার দাম এ বছর আরও একটু বেশি হতে পারত; কিন্তু বাড়েনি। ৩০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হয়েছে গরুর চামড়া। খাসির চামড়ার মূল্য ছিল ২০ থেকে ৪০ টাকা। ১৮ জুন পাবনার ঈশ্বরদী উপজেলার এসব চিত্র নিয়ে ছবির গল্প।