ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটকেরা

পাহাড়ের সৌন্দর্যের টানে ঈদের ছুটিতে বেড়াতে আসেন অনেক পর্যটক। এবারও এর ব্যতিক্রম হয়নি। এরই মধ্যে বান্দরবানের নীলাচলে ছুটে এসেছেন অনেকে। তাঁরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। মুঠোফোনে ছবি তুলেছেন, কেউ কেউ আবার গানবাজনা করছেন। ছবিগুলো আজ নীলাচল পর্যটনকেন্দ্র থেকে তোলা।

নীলাচল পাহাড় থেকে দেখা জেলা শহরে বান্দরবান।
নীলাচল পাহাড় থেকে দেখা জেলা শহরে বান্দরবান।
চাঁদের গাড়িতে করে নীলাচলে বেড়াতে আসেন পর্যটকেরা।
সবুজ পাহাড়ে সাদা মেঘের চাদরে ঢেকে যাচ্ছে একটি ম্রোপাড়া।
প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকেরা।
নীলাচলে পর্যটকদের থাকার রিসোর্ট।
পাহাড়ের সৌন্দর্যের সঙ্গে নিজেদের মুঠোফোনে বন্দী করছেন পর্যটক।
পাহাড়ের ওপর জুমঘর।
গানবাজনায় আনন্দে মেতেছেন পর্যটকেরা।