দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ রোববার ভোট গ্রহণ হলো। এখন চলছে গণনা। এদিকে এই ভোট বর্জনের আহ্বান জানিয়ে ৬ জানুয়ারি সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে বিএনপি। এর মধ্যে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে কালুরঘাট সিঅ্যান্ডবি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে।
সড়কে আগুন জ্বালিয়ে অবস্থান নিয়েছেন বিএনপির নেতা–কর্মী ও সমর্থকেরা। এ সময় তাঁদের হাতে দেশি অস্ত্র দেখা যায়।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। মৌলভি পুকুরপাড় এলাকায় পিকেটারদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়েন র্যাব সদস্যরা। বিএনপির নেতা–কর্মীদের নিশানা করে কাঁদানে গ্যাসের শেল ছুড়ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মুখোমুখি অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিএনপির কর্মী–সমর্থকেরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তাঁরা। সড়কে অবস্থানরত ক্ষুব্ধ বিএনপি নেতা–কর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। হাতমাইকের মাধ্যমে পিকেটারদের সরে যাওয়ার নির্দেশ দিতে দেখা যায় পুলিশ সদস্যদের। বিএনপির নেতা–কর্মীদের ছত্রভঙ্গ করতে সাঁজোয়া যান নিয়ে অবস্থান নেন বিজিবির সদস্যরা।