ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের সেমিফাইনাল

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের দুটি সেমিফাইনাল আজ শুক্রবার অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উঠেছে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দ্বিতীয় সেমিফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশকে (এআইইউবি) হারিয়ে ফাইনালে উঠেছে গণ বিশ্ববিদ্যালয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের গোললাইন থেকে বল সরানোর চেষ্টা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের গোললাইন থেকে বল সরানোর চেষ্টা।
গোলপোস্টে শট নিচ্ছেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খেলোয়াড়।
ফারইস্টের খেলোয়াড়কে আটকানোর চেষ্টা জাহাঙ্গীরনগরের খেলোয়াড়দের।
বল দখলের চেষ্টায় দুই দলের খেলোয়াড়েরা।
প্রথম সেমিফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বনাম ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যকার খেলা।
ডি–বক্সের ভেতরে ফারইস্টের খেলোয়াড়কে ঠেকাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়ের চেষ্টা।
গোলের পর ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খেলোয়াড়েদের উল্লাস।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়–ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ম্যাচে ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়–ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ম্যাচে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান মোহাম্মদ হৃদয়।
জয়ের পরে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দলের খেলোয়াড়দের উল্লাস।
দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ও গণ বিশ্ববিদ্যালয়।
গণ বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়কে ঠেকানোর চেষ্টায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খেলোয়াড়।
গণ বিশ্ববিদ্যালয়–এআইইউবির মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা।
গণ বিশ্ববিদ্যালয়–এআইইউবি ম্যাচে চলছে বল দখলে নেওয়ার লড়াই।
গণবিশ্ববিদ্যালয়–এআইইউবির খেলার একটি মুহূর্ত।
গোলের পরে গণ বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের উল্লাস।
পাঁচ গোলের ম্যাচে লড়াই করে হেরেছে এআইইউবি।
গণ বিশ্ববিদ্যালয়ের জার্সিতে ম্যাচসেরা হয়েছেন ফয়সাল আহমেদ (শিতল)।