সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সর্বাত্মক অবরোধ (কমপ্লিট শাটডাউন) কর্মসূচি পালন করছেন। রাজধানীর মিরপুর, উত্তরা, বাড্ডা, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এসব সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। ছবি তুলেছেন খালেদ সরকার, সাজিদ হোসেন, সুমন ইউসুফ, শুভ্র কান্তি দাশ এবং তানভীর আহাম্মেদ