শস্যভান্ডারখ্যাত চলনবিল উত্তরাঞ্চলের অন্যতম বড় বিল। এটি নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলাজুড়ে বিস্তৃত। এখন বোরো ধান কাটা শুরু হয়েছে। সেখানে পাবনার চাটমোহর উপজেলা থেকে বেশ কয়েকটি দলে কৃষকেরা এসেছেন ধান কাটতে। কৃষকদের প্রতি মণ ধান কেটে দিয়ে তাঁরা মজুরি হিসাবে পাবেন ছয় কেজি ধান। একেকজন কৃষক এক দিন ধান কেটে প্রায় ৩০ থেকে ৩৫ কেজি ধান পান। গত বৃহস্পতিবার নাটোরের চলনবিলে ধান কাটতে আসা শ্রমিকদের জীবন ও জীবিকা নিয়ে এই ছবির গল্প।
বিলের বোরো ধান কেটে উচ্ছ্বসিত এক কৃষক।ধান কাটায় ব্যস্ত একদল কৃষক। প্রতি মণ ধান কেটে দিয়ে মজুরি পাবেন ছয় কেজি ধান।ধান কাটা শেষে মাথায় কাস্তে নিয়ে ফিরছেন একজন কৃষক।ধান কাটার এক ফাঁকে রান্নার জন্য মাছ কেটে নিচ্ছেন এক মজুর।পাবনা জেলার চাটমোহর উপজেলা থেকে চলনবিলে ধান কাটার জন্য প্রায় ৫০ জন শ্রমিকের একটি দল এসেছে।প্রখর রোদ আর গরমে হাঁসফাঁস অবস্থা। ধান কাটার এক ফাঁকে পথের ধারে বানানো ঘরে বিশ্রাম নিচ্ছেন কৃষকেরা।ক্লান্ত হয়ে পড়েছেন কৃষকেরা। গাছতলায় বিশ্রাম নিচ্ছেন কেউ কেউ।কাজের এক ফাঁকে দুপুরের খাবার খাচ্ছেন গাছতলায়।কলের ধারে পানিতে তেষ্টা মেটাচ্ছেন তাঁরা।কৃষকদের বিশ্রামের জন্য তৈরি করা ঘর।