বৃষ্টিতে বিপাকে পরীক্ষার্থীরা

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় কয়েক দিন ধরেই চলছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, আরও কয়েক দিন এই বৃষ্টি চলবে। ঢাকাতেও আজ সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থীরা। পরীক্ষার দুই ঘণ্টা আগে থেকে সকাল আটটার দিকে বৃষ্টি বাড়তে শুরু করে। সে সময় ছাতা মাথায় বা বৃষ্টিতে ভিজেই যেতে দেখা যায় পরীক্ষার্থীদের। ছবিগুলো মোহাম্মদপুর থেকে সকাল সাড়ে আটটার পর তোলা।

বৃষ্টিতে ছাতা মাথায় আরেক দফা পড়া চলছে। মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের সামনে।
বৃষ্টিতে ছাতা মাথায় আরেক দফা পড়া চলছে। মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের সামনে।
পড়ায় ব্যস্ত পরীক্ষার্থী যেন কোনোভাবেই বৃষ্টিতে না ভেজেন, তাই ছাতা মাথায় পাশে দাঁড়িয়ে আছেন অভিভাবক। মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের সামনে।
ছাতা মাথায় পরীক্ষার্থীরা। ঢাকা স্টেট কলেজ কেন্দ্রের সামনে।
একই ছাতায় দুই পরীক্ষার্থী। যাচ্ছেন কেন্দ্রে। ঢাকা স্টেট কলেজ কেন্দ্রের সামনে।
মূল ফটকের সামনে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় পরীক্ষার্থী ও অভিভাবকদের অপেক্ষা। ঢাকা স্টেট কলেজ কেন্দ্রের সামনে।
বৃষ্টির মধ্যে সারি বেঁধে ফুটপাতে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবক। মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের সামনে।
বৃষ্টি বাড়তে থাকলে পরীক্ষা কেন্দ্রের ফটকে ঢোকার জন্য ব্যস্ত হয়ে যান পরীক্ষার্থী ও অভিভাবকেরা। মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের সামনে।