রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় কয়েক দিন ধরেই চলছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, আরও কয়েক দিন এই বৃষ্টি চলবে। ঢাকাতেও আজ সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থীরা। পরীক্ষার দুই ঘণ্টা আগে থেকে সকাল আটটার দিকে বৃষ্টি বাড়তে শুরু করে। সে সময় ছাতা মাথায় বা বৃষ্টিতে ভিজেই যেতে দেখা যায় পরীক্ষার্থীদের। ছবিগুলো মোহাম্মদপুর থেকে সকাল সাড়ে আটটার পর তোলা।