রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। এই আয়োজনে ভার্চ্যুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। রূপপুরে প্রকল্প এলাকায় চলছে নানা আয়োজন। পাবনার ঈশ্বরদীর গ্রিন সিটি, পাকশী, রূপপুর ও কুষ্টিয়ার ভেড়ামারা এলাকা থেকে গতকাল বুধবার ছবিগুলো তোলা হয়েছে।
উৎসবের আমেজে সেজেছে রূপপুর এলাকা। গ্রিন সিটির দেয়ালজুড়ে আঁকা হয়েছে ছবি। গ্রিন সিটি, ঈশ্বরদী, পাবনা। অনুষ্ঠান উপলক্ষে রাস্তার পাশে বসানো হয়েছে ব্যানার-ফেস্টুন। ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়ক, রূপপুর, ঈশ্বরদী, পাবনা।পদচারী-সেতুতেও চোখে পড়ে ব্যানার। রূপপুর মোড়, ঈশ্বরদী, পাবনা।অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো রূপপুর এলাকায় ব্যস্ততা। রূপপুর, ঈশ্বরদী, পাবনা। সাধারণ মানুষের আগ্রহও কম নয়। রূপপুর, ঈশ্বরদী, পাবনা। অনুষ্ঠান উপলক্ষে চলছে পরিচ্ছন্নতার কাজ। সড়কের পাশে ঘাস কেটে পরিষ্কার করছেন লালন শাহ্ সেতু কর্তৃপক্ষের কর্মীরা। পাকশী, ঈশ্বরদী, পাবনা। মাঠ ছেয়ে গেছে শরতের শুভ্র কাশফুলে। পেছনের ভবনগুলোয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কর্মকর্তা ও বিদেশিরা বসবাস করেন। গ্রিন সিটি, ঈশ্বরদী, পাবনা।রূপপুর রেলস্টেশনের এই জায়গা থেকে দেখা যায় ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কুলিং টাওয়ার। রূপপুর রেলস্টেশন, ঈশ্বরদী, পাবনা।স্বচ্ছ জলাশয়ের ওপারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কুলিং টাওয়ার। পাকশী, ঈশ্বরদী, পাবনা।পড়ন্ত বিকেলে খেলায় ব্যস্ত শিশুরা। পেছনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কুলিং টাওয়ার। পাকশী, ঈশ্বরদী, পাবনা। দূর থেকে দেখা যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সুউচ্চ চুল্লির নির্মাণকাজ। পাকশী, ঈশ্বরদী, পাবনা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সুউচ্চ চুল্লিতে কাজ করছেন শ্রমিকেরা। পাকশী, ঈশ্বরদী, পাবনা।রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সুউচ্চ কুলিং টাওয়ারে কাজ করছেন শ্রমিকেরা। পাকশী, ঈশ্বরদী, পাবনা। প্রমত্ত পদ্মার তীর ঘেঁষে নির্মাণ করা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ভেড়ামারা, কুষ্টিয়া।