শেষ সময়ের কেনাকাটা

হাতে আর সময় নেই। রাত পোহালেই ঈদ। তাই শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত লোকজন। বুধবার রাতে চট্টগ্রামের অনেক বিপণিবিতান ও ফুটপাতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। ব্যবসায়ীরা বলেছেন, চাঁদরাতে অনেক বিক্রি হবে বলে আশা তাঁদের। এখন যাঁরা আসছেন, তাঁরা কিছু না কিছু কিনছেন। তাই বিক্রিও ভালো। নগরের নিউমার্কেট এলাকার একটি দোকানে আসা একজন ক্রেতা বলেন, ‘এখন সময় নষ্ট করার মতো সময় হাতে নেই। তাই যা পছন্দ হচ্ছে নিয়ে নিচ্ছি।’ নগরের প্রায় সব মার্কেটে এমন জমজমাট অবস্থা দেখা যায়।

নিউমার্কেটে পোশাক দেখছেন কয়েকজন ক্রেতা
নিউমার্কেটে পোশাক দেখছেন কয়েকজন ক্রেতা
পাঞ্জাবি পছন্দ করতে ব্যস্ত ক্রেতারা
পাঞ্জাবি পছন্দ করতে ব্যস্ত ক্রেতারা
নিউমার্কেট এলাকায় পাঞ্জাবির দোকানে ক্রেতাদের ভিড়
কেনাকাটার সময় ঘুমিয়ে পড়ে শিশুটি
দোকানের বাইরে সাজিয়ে রাখা কাপড় দেখছেন একজন
দোকানের বাইরে উঁকি দিচ্ছে শিশুটি
কেনাকাটা শেষে বের হচ্ছেন তাঁরা
কেনাকাটায় হাস্যোজ্জ্বল এক শিশু
ফোনে ভিডিও কলের মাধ্যমে পোশাক দেখাচ্ছেন এক নারী ক্রেতা
ফোনে ভিডিও কলের মাধ্যমে পোশাক দেখাচ্ছেন এক নারী ক্রেতা
হকার মার্কেটে প্যান্ট দেখছেন ক্রেতারা
ফুটপাতে ক্রেতাদের ভিড়ে হাঁটাও কষ্টকর হয়ে পড়ে
ফুটপাতে ক্রেতাদের ভিড়ে হাঁটাও কষ্টকর হয়ে পড়ে
ফুটপাতে ক্রেতাদের ভিড়ে হাঁটাও কষ্টকর হয়ে পড়ে