দিগন্তে মিশেছে চাষের মাঠ। কদিন আগেই তরমুজ চাষ হয়েছে মাঠে, হয়েছে ধানের চাষ। তবে মাঠে এখন কোনো ফসল নেই। সারা দিন গরুগুলো ঘাস খায়, পাশে গরুগুলোকে নজরে রাখে তাদের মালিকেরা। খরতাপে যেন সব পুড়ে যেতে চায়, কিন্তু সবুজ তা হতে দেয় না। গনগনে দুপুর শেষে একসময় নামে বিকেল, তারপর গোধূলিবেলা। আর তখন মায়ের সঙ্গে নিজেদের গরু বাড়িতে ফিরিয়ে নিতে মাঠে আসে ৮ বছরের আব্রাহাম। গোধূলির সঙ্গে খেলা শুরু হয় তার। ছবির গল্পের ছবিগুলো খুলনার বটিয়াঘাটা উপজেলার খেজুরতলা মাঠ থেকে তুলেছেন সাদ্দাম হোসেন।