সাগরে মাছ ধরা বন্ধ, চলছে ট্রলার মেরামত

সমুদ্রে এখন মাছ ধরা বন্ধ। এ সময়ে নিজেদের মাছ ধরার ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। প্রতিটি ট্রলার মেরামতে এক সপ্তাহের মতো সময় লাগে। পুরোনো বা ভেঙে যাওয়া ট্রলার প্রথমে টেনে তোলা হয় ইয়ার্ডে। দুদিন রোদে শুকানোর পর নষ্ট হয়ে যাওয়া কাঠ খুলে লাগানো হয় নতুন কাঠ। কাঠে যেন পোকা না ধরে সে জন্য আলকাতরা মেখে আগুনে তাপ দিয়ে শুকানো হয়। এর এক দিন পর সংস্কার করা ট্রলারটি নামানো হয় পানিতে। কর্ণফুলী নদীর শিকলবাহা এলাকা থেকে ছবিগুলো তোলা হয়েছে।

ইয়ার্ডে রাখা একটি ট্রলারে মেরামতের কাজ চলছে
ইয়ার্ডে রাখা একটি ট্রলারে মেরামতের কাজ চলছে
ট্রলারের তলায় লাগানো নতুন কাঠ কাটতে ব্যস্ত শ্রমিক
এক কাঠ থেকে আরেক কাঠের ফাঁকে প্রলেপ দেওয়া হচ্ছে
ট্রলারের ভেতরে মেরামতকাজে ব্যস্ত এই শ্রমিক
ইয়ার্ডজুড়ে চলছে ট্রলার মেরামতের কাজ
ট্রলার মেরামতের কাজে ব্যবহার করা হয় এই সুতা
ট্রলারের ওপরে ও নিচে কাজ করছেন শ্রমিকেরা
মেরামত করা ট্রলারে দেওয়া হচ্ছে আগুনের তাপ