সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় প্রতিবছর শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথযাত্রা উপলক্ষে প্রতিবছর রিকাবীবাজার মোড়ে বসে ৯ দিনব্যাপী ‘রথের মেলা’। রথযাত্রার প্রথম দিন থেকে উল্টোরথের দিন পর্যন্ত মেলা চলবে। মেলায় বিভিন্ন পণ্যের পসরা নিয়ে বসেন বিক্রেতারা। মেলায় আসা মানুষজন বিভিন্ন পণ্য কেনেন। ছবিগুলো সোমবার দুপুরে তোলা।
মেলায় এসে বুদ্বুদ উড়িয়ে ক্যামেরাবন্দী হচ্ছেন এক তরুণী।বাঁশের কঞ্চি আর ফটাশ বিক্রির জন্য বসেছেন এক বিক্রেতা। অনেকেই এটিকে ‘ডান্ডি ফটাশ’ নামে চেনেন।মেলায় এসে ফটাশ ফোটাতে ব্যস্ত শিশুরা।মেলায় হরেক পণ্য বিক্রি করছেন বিক্রেতারা।এসব মাটির তৈরি বিভিন্ন খেলনা।প্লাস্টিকের ফুল পছন্দ করছেন দুজন।মেলায় ঘুরতে এসেছে শিশুরা।ক্রেতার দৃষ্টি আকর্ষণে ব্যস্ত ‘বুদ্বুদ’ বিক্রেতা।অভিভাবকের কোলে করে মেলায় এসেছে শিশু।হাতে নকশা আঁকিয়ে নিচ্ছেন একজন।