চট্টগ্রামে দুর্গাপূজার প্রস্তুতি মণ্ডপে মণ্ডপে

আগামী বুধবার থেকে শারদীয় দুর্গাপূজা শুরু। তাই চট্টগ্রাম নগরের বিভিন্ন পূজামণ্ডপে চলছে সাজসজ্জার কাজ। ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা।

আদি গঙ্গাবাড়ি পূজামণ্ডপের এবারের ভাবনা ‘রাজেশ্বরী’।
আদি গঙ্গাবাড়ি পূজামণ্ডপের এবারের ভাবনা ‘রাজেশ্বরী’।
শেষ মূর্হূতে রং করছেন শিল্পীরা।
মন্দিরে ঝাড়বাতি বানানো হয়েছে।
ব্যস্ত সময় পার করছেন সাজসজ্জার কারিগরেরা।
হাজারী লেইনে এবারের ভাবনা ‘তিলোত্তমা’।
সাজসজ্জায় ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা।
ককশিট দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ।
মণ্ডপে বসানো হয়েছে দুর্গাপ্রতিমা।
মণ্ডপের চারদিকে ককশিট ও লাইট দিয়ে সাজসজ্জা করা হয়েছে।