পদ্মার চরাঞ্চলে রাসেলস ভাইপার আতঙ্ক

পদ্মা নদীর তীরবর্তী ফরিদপুরের চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে রাসেলস ভাইপার সাপের উপদ্রব। এ কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কৃষকদের মধ্যে। চরের জমিতে ফসল কাটতে যেতে ভয় পাচ্ছেন তাঁরা।

আতঙ্কিত এক কৃষক বাদাম তুলতে মাঠে যাচ্ছেন লাঠি নিয়ে।
আতঙ্কিত এক কৃষক বাদাম তুলতে মাঠে যাচ্ছেন লাঠি নিয়ে।
বাদাম তুলতে এসে সতর্কতা অবলম্বনে লাঠি ব্যবহার করছেন এক কৃষক।
আতঙ্কের মধ্যে বাদাম তুলতে নৌকায় করে চরের খেতে যাচ্ছেন নারীরা।
সাপ নিয়ে আতঙ্কের মধ্যে খেত থেকে বাদাম তুলছেন এক কৃষক দম্পতি।
পদ্মা নদীর পাড়ে ফসল শুকাচ্ছেন এক গৃহবধূ।
কাজ রেখে সাপ খোঁজায় ব্যস্ত কৃষকেরা।
সাপের ভয়ে কৃষিকাজ রেখে অলস সময় পার করছেন অনেক কৃষক।
সাপের ভয়ে অনেকেই খেতে যাচ্ছেন না।
দুর্গম চরাঞ্চলে কাউকে সাপে কাটলে যাতে দ্রুত শহরের হাসপাতালে আনা যায়, সে জন্য পদ্মা নদীর পাড়ে প্রস্তুত রাখা হয়েছে স্পিডবোট।
সাপের ভয়ে অনেক কৃষক খেতে যাচ্ছেন না। নানাভাবে অলস সময় পার করছেন তাঁরা।