শেষ মুহূর্তের ব্যস্ততা

আগামীকাল পবিত্র ঈদুল আজহা। তাই বাড়ি যাওয়ার জন্য শেষ মুহূর্তে বাস ধরছেন অনেকেই। আবার অনেকে হাটে কোরবানির গরু-ছাগল কিনতে ভিড় করছেন। সমানতালে দা, ছুরি, চাটাই, টুকরি, খাইট্টা, কাঁচা ঘাস বিক্রির ধুম চলছে। চট্টগ্রাম নগরের অলংকার মোড় ও সাগরিকার পশুর হাটের আজকের চিত্র নিয়ে এই ছবির গল্প।

বাসে ওঠার জন্য ভিড় করছে যাত্রীরা।
বাসে ওঠার জন্য ভিড় করছে যাত্রীরা।
শেষ মুহূর্তে পশুর হাটে ভিড়।
গরু কেনার পর টাকা গুনে দিচ্ছেন এক ক্রেতা।
ছাগল কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন দুজন।
গরু-ছাগলের জন্য খাবার কিনছেন।
কাঁচা ঘাস কিনছেন এক ব্যক্তি।
মাংস কাটাকাটি করে রাখার জন্য চাটাই নিয়ে যাচ্ছেন এক নারী।
বিক্রি হচ্ছে দা-ছুরি
হাটে বিক্রি হচ্ছে পশুর সাজসরঞ্জাম
মাংস ধোয়ার কাজে ব্যবহার করা হয় টুকরি।
মাংস কাটাকাটির জন্য লাগে গাছের টুকরা, যা খাইট্টা নামে পরিচিত