স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামত

অমাবস্যার কারণে জোয়ারে অস্বাভাবিক বেড়েছে নদীর পানি। খুলনার দাকোপ উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ ভেঙে শত শত বিঘা জমির আমন ধান পানিতে তলিয়ে গেছে। গত শুক্রবার দুপুরে উপজেলার ঢাকী নদীর বাঁধ ভেঙে পানখালী ইউনিয়নের খোনা গ্রামে প্রবেশ করে পানি। পরদিন শনিবার স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধটি মেরামত করেন স্থানীয় লোকজন। সাদ্দাম হোসেনের তোলা বাঁধ মেরামতের চিত্র নিয়ে এই ছবির গল্প।

টিউব তৈরি করছেন স্থানীয় লোকজন। এই টিউবে বালু ভরে বাঁধ মেরামত করা হবে।
জোয়ার আসার আগে বাঁধ মেরামতের কাজ করতে হবে। তাই সবাই ব্যস্ত কাজে।
বাঁধ মেরামতের জন্য প্রয়োজন মাটির বস্তা।
মাটির বস্তা বাঁধের ভাঙা অংশে নিয়ে যাচ্ছেন একজন।
চলছে মাটি কাটার কাজ
জোয়ারের পানি প্রবেশের আগেই বালুভর্তি জিও টিউব বানানো হয়েছে।
মানুষের তৃষ্ণা মেটাতে পানি হাতে ঘুরছেন একজন।
এক্সকাভেটর দিয়ে চলছে মাটি কাটার কাজ।
বাঁধ ভেঙে নদীর পানি প্রবেশ করায় তলিয়ে যায় ফসলের জমি।