‘যোগ দাও যুক্তির মেলায়’ স্লোগান সামনে রেখে খুলনায় অনুষ্ঠিত হলো প্রথম আলো-পুষ্টি আঞ্চলিক বিতর্ক উৎসব। শুক্রবার সকাল সাড়ে নয়টায় খুলনা পাবলিক কলেজ মিলনায়তনে এ উৎসবে ছিল সনাতন বিতর্ক, বারোয়ারি বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা। দিনব্যাপী আয়োজিত এই বিতর্ক উৎসবে খুলনা ও সাতক্ষীরা জেলার স্কুল পর্যায়ের ১০টি বিতার্কিক দল অংশগ্রহণ করেছিল।