সাজছে সিলেটের শাহি ঈদগাহ

সিলেট নগরের ঐতিহাসিক কেন্দ্রীয় শাহি ঈদগাহ। নগরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় এই শাহি ঈদগাহ ময়দানে। নগরের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় দুই লাখ মুসল্লি প্রতি ঈদে শাহি ঈদগাহে নামাজ আদায় করেন। ঈদগাহে ঢোকার জন্য আছে তিনটি ফটক। পূর্ব দিকে রয়েছে দৃষ্টিনন্দন পুকুর। সেখানে মুসল্লিদের জন্য অজু করার ব্যবস্থা রয়েছে। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে চলছে ধোয়ামোছা আর রঙের কাজ। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের তথ্য অনুসারে, সপ্তদশ শতাব্দীতে সম্রাট আওরঙ্গজেবের আমলে গাছপালাঘেরা ঈদগাহটি নির্মাণ করেন সিলেটের ফৌজদার ফরহাদ খাঁ। ছবিগুলো ৩১ মার্চ দুপুরে তোলা।

সিলেটের ঐতিহাসিক কেন্দ্রীয় শাহি ঈদগাহের দৃষ্টিনন্দন মিনার
সিলেটের ঐতিহাসিক কেন্দ্রীয় শাহি ঈদগাহের দৃষ্টিনন্দন মিনার
ঈদগাহে প্রবেশের জন্য আছে এমন তিনটি ফটক
ঈদগাহে প্রবেশের জন্য আছে এমন তিনটি ফটক
ফটকে রঙের কাজ করছেন শ্রমিকেরা
সিঁড়ি বেয়ে টিলায় উঠতে হয়
ঈদগাহ ময়দানের ওপর–নিচে চলছে রঙের কাজ
টিলার ওপর থেকে শাহি ঈদগাহ প্রাঙ্গণ
পূর্ব দিকে দৃষ্টিনন্দন পুকুরে মুসল্লিদের জন্য অজু করার ব্যবস্থা রয়েছে
ঈদের জামাত উপলক্ষে চলছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
ঈদগাহের টিলার অংশের দেয়ালে রং করছেন দুই শ্রমিক
ইমামের দাঁড়ানোর জায়গা
গাছপালাঘেরা দৃষ্টিনন্দন সিলেটের কেন্দ্রীয় শাহি ঈদগাহ