দাবদাহে হাঁসফাঁস নগরজীবন। এই গরমে তেষ্টা মেটানোর জন্য চট্টগ্রাম নগরের বিভিন্ন মোড়ে শ্রমজীবী ও পথচারীদের মধ্যে লেবুর শরবত বিতরণ করছেন যুব রেড ক্রিসেন্টের সদস্যরা। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের কাজির দেউরি মোড় এলাকার চিত্র।
জুয়েল শীল
হাসিমুখে এক রিকশাচালককে শরবতের গ্লাস তুলে দেন যুব রেড ক্রিসেন্টের এই সদস্য।
বিজ্ঞাপন
ক্লান্ত শরীরে শরবত খাচ্ছেন এক রিকশাচালক।
বিজ্ঞাপন
শরবতের গ্লাস নিয়ে যাচ্ছেন যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।সিএনজিচালিত অটোরিকশাচালককে লেবুর শরবত দেন। ঘামে ভিজে গেছে রিকশাচালকের জামা। শরবতের গ্লাস দেখে ছুটে আসেন রিকশাচালকেরা।রিকশাচালকদের পাশাপাশি যাত্রীদেরও শরবত পান করতে দেওয়া হয়। প্লাস্টিকের পাত্র থেকে শরবত নিচ্ছেন যুব রেড ক্রিসেন্টের এক সদস্য।