শিশুশ্রম বাড়ছে

দেশে গত ১০ বছরে শিশুশ্রম কমেনি, বরং বেড়েছে। মোটর গ্যারেজ, লেদ মেশিন, বর্জ্য অপসারণ, ভাঙারি দ্রব্যসামগ্রী সংগ্রহ ইত্যাদিসহ নানা ঝুঁকিপূর্ণ কাজ করতে দেখা যায় শিশুদের। দিন দিন দেশে শিশুশ্রমিক আরও বাড়ছে। গত এক দশকে দেশে প্রায় এক লাখ শিশুশ্রমিক বেড়েছে। সর্বশেষ হিসাবে, দেশে এখন ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭ শিশুশ্রমিক আছে। রাজধানীর বিভিন্ন এলাকায় কাজ করা শিশুশ্রমিকদের নিয়ে এই ছবির গল্প।

প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছে ৭ বছর বয়সী এই শিশুটি। মিরপুর, ঢাকা
প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছে ৭ বছর বয়সী এই শিশুটি। মিরপুর, ঢাকা
কারখানায় লেদ মেশিনে ঝুঁকি নিয়ে কাজ করছে এই শিশু। গেন্ডারিয়া, ঢাকা
শিশুশ্রম সহজলভ্য হওয়ায় তাদের দিয়ে এ রকম ঝুঁকিপূর্ণ কাজও করানো হয়। হাটখোলা, ঢাকা
যে বয়সে তাদের স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে দারিদ্র্যের কারণে তাদের শ্রম দিতে হচ্ছে। জনসন রোড, ঢাকা
প্লাস্টিকের ড্রামের দোকানের বিক্রয়কর্মী হিসেবে কাজ করে এই শিশুটি। কারওয়ান বাজার
ভাতের হোটেলে কাজ করা শিশুদের বেশি দেখা যায়। মিরপুর, ঢাকা
যানবাহনের পুরোনো যন্ত্রাংশ মেরামতের দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করে এই শিশু। ধোলাই খাল, ঢাকা
বয়স সবে ছয়, অথচ যানবাহনের পুরোনো যন্ত্রাংশ বিক্রির দোকানের ঝুঁকিপূর্ণ কাজ করছে শিশুটি। নারিন্দা, ঢাকা
তার ওজনের চেয়েও ভারী এই চাকা। তবু টানতে হচ্ছে তাকে। ধোলাই খাল, ঢাকা
সড়কে সড়কে ঘুরে ফুল বিক্রি করছে শিশুটি। বিজয় সরণি, ঢাকা