দেশে গত ১০ বছরে শিশুশ্রম কমেনি, বরং বেড়েছে। মোটর গ্যারেজ, লেদ মেশিন, বর্জ্য অপসারণ, ভাঙারি দ্রব্যসামগ্রী সংগ্রহ ইত্যাদিসহ নানা ঝুঁকিপূর্ণ কাজ করতে দেখা যায় শিশুদের। দিন দিন দেশে শিশুশ্রমিক আরও বাড়ছে। গত এক দশকে দেশে প্রায় এক লাখ শিশুশ্রমিক বেড়েছে। সর্বশেষ হিসাবে, দেশে এখন ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭ শিশুশ্রমিক আছে। রাজধানীর বিভিন্ন এলাকায় কাজ করা শিশুশ্রমিকদের নিয়ে এই ছবির গল্প।