চট্টগ্রামে বৃক্ষমেলা

চট্টগ্রামের সিআরবির শিরীষতলায় শুরু হয়েছে বৃক্ষমেলা। জেলা প্রশাসনের সহযোগিতায় মেলার আয়োজন করেছে চট্টগ্রাম বন বিভাগ (উত্তর)। ১৫ দিনব্যাপী এ মেলায় ৭৩টি নার্সারি অংশ নিয়েছে। প্রতিটি স্টলেই সাজিয়ে রাখা হয়েছে ফলদ, ঔষধি, শৌখিন গাছ ও নানা প্রজাতির চারা। ২০ থেকে ১ লাখ ৬০ হাজার টাকা পর্যন্ত গাছ রয়েছে মেলায়। ১৪ আগস্ট পর্যন্ত মেলা চলবে।

স্টলে সাজিয়ে রাখার জন্য আনা হচ্ছে গাছের চারা।
স্টলে সাজিয়ে রাখার জন্য আনা হচ্ছে গাছের চারা।
গাছের পরিচর্যায় এই স্টলকর্মী।
অ্যাডেনিয়ামের চারা সাজিয়ে রাখা হয়েছে।
ঘরের ভেতরে রাখার গাছ পাওয়া যাচ্ছে মেলায়।
বনসাই কিনে নিয়ে যাচ্ছেন মেলায় আসা এক দর্শনার্থী।
৪২ বছরের পুরানো এই বনসাইয়ের দাম চাওয়া হয়েছে দেড় লাখ টাকার বেশি।
গোলাপ ফুলের চারা কিনে নিয়ে যাচ্ছে এই স্কুল শিক্ষার্থী।
মেলায় আসা দুই তরুণী গাছ দেখছেন।
গাছ দিয়ে করা হয়েছে বাহারি নকশা।
সবুজ ফটো ফ্রেমে ছবি তুলছেন দর্শনার্থীরা।
মেলা থেকে বিভিন্ন ধরনের গাছ কিনে নিয়ে যাওয়া হচ্ছে।