প্রকৃতিতে এখন রঙের ছটা। বরইগাছের ডালে ডালে ফুটেছে রঙিন ফুল। এই ফুলের মধু আহরণে আসছে মৌমাছি। মধু খেতে কীটপতঙ্গেরও আগমন ঘটছে এসব বরইগাছে। দেখা যায়, মধু আহরণে মগ্ন মৌমাছি, বাহারি রঙের প্রজাপতিসহ কীটপতঙ্গ। সম্প্রতি বগুড়া সদর উপজেলার কাজী নুরুইল গ্রামের কুলবাগানে মৌমাছির মধু আহরণের ছবি নিয়ে এই গল্প।