ছবিতে ময়মনসিংহ ও কুমিল্লা সিটির ভোট

ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হলো আজ শনিবার। এর মধ্যে কুমিল্লায় শুধু মেয়র পদে ভোট হয়েছে। আর ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়াদ অবসান হওয়ায় সেখানে মেয়র ও কাউন্সিলরের সব কটি পদেই ভোট অনুষ্ঠিত হয়। দুই সিটির বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এসব ছবি তোলা হয়েছে।

ভোট দেওয়ার জন্য দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছেন পুরুষ ভোটাররা। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে। সকাল আটটার দিকে তোলা
ছবি: দীপু মালাকার
ভোট দেওয়ার অপেক্ষায় নারী ভোটাররা। কুমিল্লা নগরের সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে। সকাল পৌনে ৯টায় তোলা
ভোটকেন্দ্রের বাইরে নারী ভোটারদের জটলা। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্রে। সকাল পৌনে ৯টায় তোলা
গীতা রানী দত্তের বয়স ৯৫ বছর। এ বয়সে ভোট দিতে এসেছেন তিনি। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্রে। সকাল সাড়ে আটটার দিকে তোলা
সারি বেঁধে ভোটকেন্দ্রে ঢুকছেন নারী ভোটাররা। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্রে। সকাল সাড়ে আটটার দিকে তোলা
কুমিল্লা নগরের হোচ্ছামিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মেয়র প্রার্থী মনিরুল হক। সকাল ৯টায় তোলা
সকালের দিকে কুমিল্লা নগরের হোচ্ছামিয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে ভোটার উপস্থিতি ছিল না বললেই চলে। সকাল পৌনে ৯টায় তোলা
ভোট দেওয়ার পর আঙুল উঁচিয়ে বিজয় চিহ্ন দেখান মেয়র প্রার্থী ইকরামুল হক। ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল কেন্দ্রে। দুপুর সাড়ে ১২টার দিকে তোলা
তাহরিমা জামান এবার নতুন ভোটার হয়েছেন। প্রথমবার ভোট দিয়ে বেশ খুশি তিনি। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্রে। সকাল ১০টায় তোলা। ছবি: আশরাফুল আলম
দীপক চন্দ্র দাসের বয়স ১০২ বছর। ময়মনসিংহের নাসিরাবাদ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে বারবার চেষ্টা করার পরও ইভিএমে ভোট দিতে পারছিলেন না তিনি। পরে অন্যদের সহায়তা নেন। বেলা দেড়টার দিকে তোলা
ভোটকেন্দ্রে প্রবেশের জন্য নারী ভোটারদের দীর্ঘ সারি। ময়মনসিংহের নাসিরাবাদ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে। বেলা সাড়ে ১১টার দিকে তোলা
ভোটের দিনে নিরাপত্তা রক্ষায় বিজিবি সদস্যদের টহল। প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল এলাকা, কালীবাড়ি, ময়মনসিংহ