বুড়িগঙ্গা প্রথম সেতুর (পোস্তগোলা) সংস্কারকাজ শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। আজ বৃহস্পতিবার থেকে শুরু এ কাজ চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। সংস্কারকাজের সময়টায় ওই সেতুতে ভারী যান চলাচল একেবারে বন্ধ থাকবে। এ কারণে সকাল থেকে বুড়িগঙ্গা দ্বিতীয় (বাবুবাজার) সেতু ও কদমতলী এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। বাবুবাজার সেতুতে থেমে থেমে চলছে যানবাহন। ছবিগুলো বৃহস্পতিবার (ফেব্রুয়ারি) তোলা।
বুড়িগঙ্গা প্রথম (পোস্তগোলা) সেতুর সংস্কারকাজ চলছেসেতুর কাজ শুরু করেছেন শ্রমিকেরাসেতুর নিচে যাওয়ার জন্য লোহার সিঁড়ি বানানো হয়েছেসেতুর ঝুঁকিপূর্ণ অংশ ভেঙে নতুন করে তৈরি করা হবে। ছবি: সাজিদ হোসেনসংস্কারকাজে ব্যস্ত শ্রমিকেরাদিনে সড়কের একপাশ দিয়ে চলাচল করছে যানবাহনএকপাশ দিয়ে ধীরগতিতে চলছে যানবাহনবুড়িগঙ্গা প্রথম (পোস্তগোলা) সেতু মেরামতের কারণে বুড়িগঙ্গা দ্বিতীয় (বাবু বাজার) সেতুতে ছিল তীব্র যানজট