বিনোদনকেন্দ্রে ঈদের প্রস্তুতি

কদিন বাদেই পবিত্র ঈদুল ফিতর। ঈদের ছুটিতে দর্শনার্থীদের পদচারণে মুখর থাকে সিলেটের বিভিন্ন বিনোদনকেন্দ্র। ঈদ আনন্দ উপভোগ করতে পরিবার-পরিজন নিয়ে এসব পর্যটনকেন্দ্রে ঘুরতে আসবেন অনেকেই। ঈদ উপলক্ষে সিলেট বিমানবন্দর এলাকায় ‘পর্যটন মোটেল’ সিলেট পরিচালিত ‘অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড’ নামের বিনোদনকেন্দ্রে ধোয়ামোছা ও রঙের কাজ করা হচ্ছে। প্রায় ৪১ একর জমির ওপর বাংলাদেশ পর্যটন করপোরেশন নির্মিত মোটেল লাগোয়া এই বিনোদনকেন্দ্রে ঈদের ছুটিতে থাকবে দর্শনার্থীদের ভিড়। ছবিগুলো গত মঙ্গলবার দুপুরে তোলা।

‘চরকি’ ঠিকঠাক করছেন এক শ্রমিক।
বিনোদনকেন্দ্রের ভেতরে রয়েছে লেক।
লেকে চলাচল করা নৌকাগুলো পাড়ে তুলে রং করা হচ্ছে।
লেকের ওপরে রয়েছে দৃষ্টিনন্দন সেতু।
শিশুদের জন্য রয়েছে বিভিন্ন রাইড।
‘বাম্পার কার’ জোনে চলছে ধোয়ামোছা।
মৎস্যকন্যার ভাস্কর্য।
উৎসব ছাড়াও অবসরে এখানে ঘুরতে আসেন অনেকে।
কংক্রিটের ডাইনোসর পরিষ্কার করছেন একজন।
রং করা হয়েছে বিনোদনকেন্দ্রের প্রধান ফটক।
পর্যটন মোটেলের অন্য পাশেও রয়েছে প্রবেশপথ।
গাছপালাঘেরা ও সবুজ টিলার কোলে বিনোদনকেন্দ্রের অবস্থান।