মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ বুধবার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বর্ণমেলার আয়োজন করে প্রথম আলো। এ আয়োজনে সহযোগিতায় ছিল স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড মেরিল বেবি। সকালে বর্ণমেলার শুরুতেই শিশু ও অভিভাবকেরা উপস্থিত হন। নানা প্রতিযোগিতা শেষে শিশুদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। দুপুরের পর জাদু দেখানো হয়। এ ছাড়া গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুদে শিল্পীরা। সবশেষে সংগীত পরিবেশনার মধ্য দিয়ে বর্ণমেলা শেষ হয়।
বর্ণমেলায় এসে ছবি তুলছেন দর্শনার্থীরা।পতাকা হাতে ছোটাছুটি করছে এক শিশু।মায়ের সঙ্গে বর্ণমেলায় এসেছে দুই শিশু।ছোটদের জাদু দেখানো হচ্ছে।যেমন খুশি সাজো প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত শিশুদের সঙ্গে অতিথিরা।গানের প্রতিযোগিতায় গান পরিবেশন করছে এক খুদে শিল্পী।বর্ণ কারিগর প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত শিশুদের সঙ্গে অতিথিরা।বর্ণলিখন প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত শিশুদের সঙ্গে অতিথিরা।গানের প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে অতিথিরা।গান পরিবেশন করছেন কণ্ঠশিল্পী ওয়ার্দা আশরাফ।গান পরিবেশন করছেন কণ্ঠশিল্পী আরজীন কামাল।গান পরিবেশন করছেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী।গান পরিবেশন করছেন শিল্পী অনিমেষ রায়। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর পরিবেশনা কবিতা আবৃত্তি করছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী।