আলু চাষে ব্যস্ত কৃষক

শুরু হয়েছে আগাম জাতের আলু রোপণ। আমন ধান তোলার পরপরই এখন আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। রংপুর সদর উপজেলার ঈশ্বরপুর এলাকা থেকে গতকাল শুক্রবার বিকেলে ছবিগুলো তোলা হয়েছে।

সাইকেলে ও ভ্যানে করে আলু বীজ জমিতে নিয়ে যাওয়া হচ্ছে
সাইকেলে ও ভ্যানে করে আলু বীজ জমিতে নিয়ে যাওয়া হচ্ছে
আলু রোপণের জন্য জমি চাষ করা হচ্ছে
কৃষকের জন্য খাবার নিয়ে যাচ্ছেন এই নারী
জমিতে জৈব সার ছিটাচ্ছেন কৃষক
আলু রোপণ করতে সুতলি ধরে সোজাসুজি দাগ দিচ্ছেন চাষি
জমিতে সারি করে বীজ আলুর বস্তা রাখা হয়েছে
বস্তা থেকে বীজ আলু ঢেলে নেওয়া হচ্ছে
বিস্তর এলাকাজুড়ে চলছে আলু রোপণ
আলুর বীজ মাটিতে ঢেকে দিচ্ছেন কৃষকেরা
রোপণ শেষ, এখন ফলনের অপেক্ষা