এই বসন্তে শিমুল বনে

সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা তাহিরপুরের হাওরের এলাকার মানিগাঁওয়ে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় শিমুলবাগান। সুনামগঞ্জ শহর থেকে ৪০ কিলোমিটার দূরে জাদুকাটা নদীর তীরে অবস্থান এই শিমুলবাগানের। ২২ বছর আগে বাদাঘাট (উত্তর) ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান (প্রয়াত) জয়নাল আবেদীন বাণিজ্যিকভাবে শিমুলবাগান গড়ে তোলেন। কয়েক বছর ধরে ‘জয়নাল আবেদীন শিমুলবাগান’ নামে দেশজুড়ে পরিচিতি পেয়েছে ৩৩ একর জমিতে গড়ে ওঠা এই বাগান। বসন্তে এই সময়ে হাজারো গাছে ফুটে আছে লাখো শিমুল। শিমুলের রঙে রঙিন পুরো এলাকা। এ যেন শিমুলের রাজ্য! শিমুলবাগানের এমন সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন এখানে আসেন পর্যটকেরা। বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে হাজারো পর্যটকের ভিড় করবে এই বাগানে। গতকাল মঙ্গলবার দুপুরে তোলা।

শিমুলবাগানে নিজের পছন্দমতো ছবি তুলছেন ‍দুজন
শিমুলবাগানে নিজের পছন্দমতো ছবি তুলছেন ‍দুজন
সারি সারি গাছে ফুটে আছে লাখো শিমুল ফুল
সারি সারি গাছে ফুটে আছে লাখো শিমুল ফুল
শিশুর হাতে শিমুল ফুলের মালা
শিমুলের ফুল দিয়ে বানানো হচ্ছে ভালোবাসার চিহ্ন
বাগানজুড়ে শিমুল ফুল। শিমুলবনে ছবি তুলছেন দুজন
আছে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানোর ব্যবস্থা
হাজারো গাছে লাল শিমুল ফুল
শিমুলবনে সেলফিবন্দী হচ্ছেন এক তরুণী
মৌসুমজুড়ে শিমুলবাগানে থাকে মানুষের আনাগোনা
ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছেন দুই তরুণী
নাগরদোলায় উঠেছে স্থানীয় শিশুরা
হাজার শিমুলগাছে লাখো শিমুল ফুল