সাদা বকের ওড়াউড়ি

বগুড়ার গাবতলী উপজেলার রানীরপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট খাল। শীতের শুরুতে খালের পানিতে ও আশপাশের এলাকায় দেখা মিলছে সাদা বকের ঝাঁক। কখনো অলস বসে থাকে, কখনোবা ঝাঁক বেঁধে উড়ে বেড়ায়। রানীরপাড়া গ্রাম ঘুরে বকের ঝাঁকের ছবিগুলো মঙ্গলবার (১২ নভেম্বর) তোলা।

শীতের শুরুতে কমে গেছে খালের পানি। সেখানে ঝাঁক বেঁধে উড়ছে বক।
শীতের শুরুতে কমে গেছে খালের পানি। সেখানে ঝাঁক বেঁধে উড়ছে বক।
বুনো ফুলের মধ্যে সাদা বকের ঝাঁক।
আপন মনে উড়ছে সাদা বকের ঝাঁক।
নীল আকাশ, সাদা মেঘ আর বকের ঝাঁকের উড়ে যাওয়া—এ যেন চোখজুড়ানো এক দৃশ্য।
বুনো ফুলের মাঝে খাবারের সন্ধানে একঝাঁক বক।
দূর আকাশে উড়ছে একঝাঁক বক।
শুকিয়ে যাওয়া খালের ওপর উড়ে এসে বসছে বকের ঝাঁক।
ফসলি জমিতে চড়ে বেড়াচ্ছে গবাদিপশু। তার ওপর দিয়ে উড়ে যাচ্ছে বকের ঝাঁক।