নদীতীরে শতবর্ষী হাট

সুরমা নদীর তীরবর্তী শতবর্ষী একটি বাজার কালীঘাট। এটি সিলেটের সবচেয়ে বড় পাইকারি বাজার। চাল, ডাল, তেল, গুড়, পেঁয়াজসহ নিত্যপণ্যের জন্য বেশ সুপরিচিত বাজারটি। পবিত্র রমজান মাস শুরুর আগে বিকিকিনি বেড়েছে বাজারে। নদীতীরের বাজার হওয়ায় ব্যবসায়ীরা অনেকে নদীপথে পণ্য নিয়ে যান। এতে খরচও কম। ছবিগুলো গত সোমবার বিকেলে তোলা।

নদী–লাগোয়া কালীঘাট বাজারের ঘাটে পণ্যবহনকারী নৌকা
নৌকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলতে ব্যস্ত শ্রমিকেরা
বাজার থেকে কেনার পর নৌকায় তোলা হচ্ছে মালামাল
মাথায় করে মালামাল নিয়ে নৌকার দিকে যাচ্ছেন শ্রমিকেরা
নৌকায় তোলার পর পণ্যগুলো সাজিয়ে রাখছেন একজন
পবিত্র রমজান উপলক্ষে মুড়ির চাহিদা বেড়েছে বাজারে
মাথায় তিন বস্তা মালামাল নিয়ে নৌকায় উঠছেন এক শ্রমিক
এক নৌকা থেকে আরেক নৌকায় নেওয়া হচ্ছে পণ্য
কেউ কেউ ট্রাকে করে পণ্য নিয়ে যান কালীঘাট থেকে
মালামাল তোলা শেষ, এবার নৌকা ছাড়ার পালা