টমটম গাড়ির গ্রাম খোলাস

টরটরির অপর নাম টমটম। শিশুদের কাছে ব্যাপক জনপ্রিয় এই খেলনা। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার খোলাস গ্রামে ব্যাপকভাবে তৈরি হয় এই খেলনা। আর এখান থেকেই গ্রামবাংলার মেলায় চলে যায় এই টমটম। প্রতিটি টমটম গাড়ি তৈরিতে খরচ হয় ছয় থেকে আট টাকা। আর পাইকারি বাজারে বিক্রি হয় ১০ থেকে ১২ টাকায়। তবে মেলায় খুচরায় প্রতিটি টমটম গাড়ি ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হয়। খোলাস গ্রামের শতাধিক পরিবার এই খেলনা তৈরির সঙ্গে জড়িত।

বাঁশের রং লাগানো কাঠি রোদে শুকাতে দেওয়া হয়েছে।
বাঁশের রং লাগানো কাঠি রোদে শুকাতে দেওয়া হয়েছে।
রাঙিয়ে তোলা বাঁশের কাঠি রোদে শুকাতে দেওয়া হয়েছে।
টমটমের খোলের ওপরের কাগজে নকশা আঁকছেন মোবেদা বেগম।
টমটম গাড়ির কাঠামো তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সাজেদা বেগম।
মাটির খুরিতে বাঁশের ধুরা লাগাচ্ছেন আফজাল ফকির।
আফজাল ফকির ও মোবেদা বেগম ছোটবেলা থেকেই টমটম খেলনা তৈরি করে আসছেন
নিজের হাতে তৈরি করা টমটম গাড়ি দেখাচ্ছেন আফজাল ফকির।
বৈশাখী মেলার জন্য বেশ কিছু টমটম গাড়ির ফরমাশ পেয়েছেন সানোয়ার হোসেন। সেই গাড়ি তৈরিতে ব্যস্ত তিনি।
খুচরায় প্রতিটি টমটম গাড়ি ১৫ থেকে ২০ টাকায় বিক্রি করেন সানোয়ার হোসেন।
তৈরি করা টমটম গাড়ি সাজিয়ে রাখা হয়েছে।