রংপুরে ভুট্টার আবাদ বেড়েছে

রংপুরে ভুট্টার আবাদ বেড়েছে। কৃষকেরা বলছেন, অনুকূল আবহাওয়ায় এবার ভুট্টার উৎপাদন আগের সব রেকর্ড ভেঙেছে। এতে কৃষকের মুখে হাসি ফুটেছে। এবার মৌসুমের শুরুতে প্রতি মণ ভুট্টা বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায়। ছবিগুলো রংপুর সদর ও গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে তোলা।

জমি থেকে ভুট্টা তুলে এক জায়গায় রাখা হয়েছে
জমি থেকে ভুট্টা তুলে এক জায়গায় রাখা হয়েছে
চলছে ভুট্টা বাছাইয়ের কাজ
মাড়াই করা ভুট্টা পরিষ্কার করে নেওয়া হচ্ছে
জমি থেকে তোলা হচ্ছে ভুট্টা
শুকাতে দেওয়া ভুট্টা নাড়ছেন এক নারী
শুকাতে দেওয়া ভুট্টা নেড়ে দিচ্ছেন দুই কৃষক
যন্ত্র দিয়ে ভুট্টা মাড়াই চলছে
বাড়ির উঠানে ভুট্টা স্তূপ করে রাখা হয়েছে
ভুট্টার শুকনো গাছ জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য নিয়ে যাচ্ছেন কৃষক
বসে গল্প করতে করতে দুই নারী ভুট্টার খোসা ছাড়াচ্ছেন
ভুট্টা মাড়াইয়ের কাজ চলছে