সৈকতে দাঁড়ালে একসময় শুধু চোখে পড়ত বিশাল সমুদ্র। তবে সৈকত দখল ও অবৈধভাবে দোকান বসানোয় আগের সেই সৌন্দর্য আর নেই। দূর থেকে এখন চোখে পড়ে সাগরের পাড় ঘেঁষে বসা কয়েক শ চেয়ার ও দোকান। এসবের কারণে সৌন্দর্য হারিয়েছে চট্টগ্রামের অন্যতম পর্যটন এলাকা পতেঙ্গা সমুদ্রসৈকত।