দখলে সৌন্দর্য হারাচ্ছে পতেঙ্গা সৈকত

সৈকতে দাঁড়ালে একসময় শুধু চোখে পড়ত বিশাল সমুদ্র। তবে সৈকত দখল ও অবৈধভাবে দোকান বসানোয় আগের সেই সৌন্দর্য আর নেই। দূর থেকে এখন চোখে পড়ে সাগরের পাড় ঘেঁষে বসা কয়েক শ চেয়ার ও দোকান। এসবের কারণে সৌন্দর্য হারিয়েছে চট্টগ্রামের অন্যতম পর্যটন এলাকা পতেঙ্গা সমুদ্রসৈকত।

সৈকত ঘেঁষে বসা এসব অবৈধ দোকান থেকে মাসে গড়ে ৪০ লাখ টাকা চাঁদা তোলা হয়
সৈকত ঘেঁষে বসা এসব অবৈধ দোকান থেকে মাসে গড়ে ৪০ লাখ টাকা চাঁদা তোলা হয়
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নির্মিত রেলিংয়ের পাশে বসানো হয়েছে ছাতা
সৈকতেও চেয়ার ও টেবিল দিয়ে বসানো হয়েছে দোকান
চেয়ার, টেবিল ও বড় ছাতার কারণে সমুদ্র আর দেখা যায় না
ট্যুরিস্ট পুলিশের হেল্প ডেস্ক বক্সের সামনে বসানো হয়েছে দোকান
সৈকতের সামনের সড়কে বসানো হয়েছে নাগরদোলা
সৈকত ঘেঁষে বসানো দোকানে সাজিয়ে রাখা হয়েছে খাবার
সড়ক বিভাজকের ওপরও বসানো হয়েছে দোকান
সৈকতের প্রবেশমুখে ভাসমান দোকান বসানো হয়েছে
চেয়ার-টেবিল দিয়ে সড়কের ওপর দোকান বসাচ্ছেন একজন
এসব অবৈধ দোকানের কারণে হারিয়ে গেছে সৈকতের সৌন্দর্য