ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সকাল থেকে উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাসসহ বৃষ্টি হয়েছে। জোয়ারে নদীর পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে লোকালয়। উপদ্রুত এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করেছেন স্বেচ্ছাসেবকেরা। সন্ধ্যার পর থেকে অনেকেই আশ্রয় নিয়েছেন সেখানে। জারি করা হয়েছে মহাবিপৎসংকেত। আজ রোববার দেশের বিভিন্ন এলাকায় রিমালের প্রভাব নিয়ে এই ছবির গল্প।